0
  Login
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং #বগুড়া বা #ঢাকায় করতে চান?

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং #বগুড়া বা #ঢাকায় করতে চান?

প্রথম ২০ জনের জন্য ৩০% ছাড়। এছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নূন্যতম ১০ থেকে ৪০% ছাড়ের ব্যবস্থা আছে।
দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ, আপনি কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিয়ে ভাবছেন? স্মার্ট ক্যারিয়ার নিয়ে ভাবছেন? আত্মকর্মসংস্থান নিয়ে ভাবছেন? আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে থাকি!
√ একবার ভর্তি হওয়ার পর আপনার শেখা শেষ না হওয়া পর্যন্ত অল আইটি বিডি’তে পরবর্তী ব্যাচে বিনা খরচে আবারো প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।
.
সফল শিক্ষার্থীদের #ভিডিও মন্তব্য দেখুন: https://allitbd.com/student
সফল শিক্ষার্থীদের ছবিসহ #বিস্তারিত দেখুন: https://allitbd.com/success
.
ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং বা আমরা অনেকে বাস্তব প্রশিক্ষণ বলি অর্থাৎ বাস্তব প্রশিক্ষণ বা প্রাকটিক্যাল কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন। এ ক্ষেত্রে সব চাইতে ভালো হয়, আপনি যদি কোনো কোম্পানি/কারখানা তে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর সুযোগ পান। বাংলাদেশে এই ধরনের শিল্প-কারখানা/কোম্পানি তুলনা মূলক কম এবং পরিচিত লোক না থাকার কারণে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থেকে বঞ্চিত হই।
‘অল আইটি বিডি’তে কম্পিউটার, ইলেকট্রনিক্স, ইলেক্টিক্যাল, সিভিল, টেলিকম্যুনিকেশন বিভাগের স্টুডেন্ট দের জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রদান করা হয়।

♦ কম্পিউটার টেকনোলজি
১. সার্ভার কনফিগার এবং নেটওয়ার্কিং
২. CCNA (Routing and Switching)
৩. কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং
৪. ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
৫. অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট
৬. গ্রাফিক্স ডিজাইন
৭. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
৮. অ্যাডমিন সাপোর্ট
৯. মাস্টারিং গ্রাফিক্স ডিজাইন
১০. থ্রিডি মডেল ডিজাইন (ব্লেন্ডার)
১১. ডিজিটাল মার্কেটিং
১২. সোস্যাল মিডিয়া মার্কেটিং
১৩. কমপ্লিট সিপিএ মার্কেটিং
১৪. অ্যাফিলিয়েট মার্কেটিং
১৫. অ্যাপ ডেভেলপমেন্ট
১৬. প্রফেশনাল ভিডিও এডিটিং

♦♦ ইলেক্টিক্যাল এবং ইলেকট্রনিক্স টেকনোলজি
১. PLC এবং মাইক্রো-কন্ট্রোলার
২. Power System Design (Inverter/Motor/Rectifier/Solar/IPS/UPS)
৩. Embedded System Design (Arduino & Raspberry Pi)
৪. মোবাইল সার্ভিসিং
৫. ল্যাপটপ সার্ভিসিং
৬. বিল্ডিং এন্ড হাউজ ওয়্যারিং

♦♦♦ টেলিকম্যুনিকেশন টেকনোলজি
১. Telecommunication (GSM, 3G & 4G)
২. CCNA (Routing and Switching)

♦♦♦♦ সিভিল এবং আর্কিটেকচার
১. অটোক্যাড (2D & 3D)
২. থ্রিডি স্টুডিও ম্যাক্স এন্ড অ্যানিমেশন
৩. এস্টিমেট কস্টিং এন্ড সাইট ইন্সপেকশন্স
.
♦ ‘অল আইটি বিডি’তে কেন করবেন ?
√ দক্ষ ও অভিজ্ঞদের নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। √ প্রতিটি ল্যাবে আলাদা আলাদা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ইন্সট্রুমেন্ট ব্যবহারের সুযোগ। √ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে প্লেসমেন্ট। √ কর্মক্ষমতার উপর ভিত্তি করে চাকুরীর সুযোগ। √ বিভিন্ন কাজে এপ্লাই করার টিপস, সিক্রেট এবং টেকনিক। √ বিষয় ভিত্তিক একাধিক সুসজ্জিত ল্যাব। √ যে কোন ক্লাসের প্রয়োজন অনুযায়ী ব্যাকআপ সাপোর্ট প্রদান। √ ট্রেনিং শেষে পুরষ্কার এর ব্যবস্থা। √ উচ্চ শিক্ষার জন্য ভালো বিশ্ববিদ্যালয় ভর্তির পরামর্শ। √ সবসময় ইলেকট্রিসিটির ব্যবস্থা। √ সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ। √ দূরের ছাত্রদের জন্য #আবাসিকের সুবিধা। √ কোর্স শেষে সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয়।

♦♦♦ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোথাও শুরু করার পূর্বে ‘অল আইটি বিডি’র ল্যাব গুলো ঘুরে দেখে যেতে পারেন

✓✓ প্রশিক্ষণের মোট ফি : ১২,০০০ টাকা, প্রথম ২০ জনের জন্য ৩০% ছাড়। এছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নূন্যতম ১০ থেকে ৪০% ছাড়ের ব্যবস্থা আছে। ✓কোর্সের মেয়াদঃ ৩ মাস, ✓ক্লাসের সময়: সপ্তাহে ৬ দিন, ৩ ঘন্টা করে।
ক্লাশ টাইম: ৩টি শিপ্টে ক্লাশ করার সুযোগ (যেকোন ৩ ঘন্টা চয়েস করা যাবে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বগুড়া অফিস এর ঠিকানা: ‘অল আইটি বিডি’, জিএস ভবন (১ম, ২য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে, শেরপুর রোড, সাতমাথা, বগুড়া।
ঢাকা অফিস এর ঠিকানা: ১৮৪ রাজিয়া প্লাজা (৭ম তলা), সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা।
মোবাইল নং: 01722 461335
ওয়েব সাইট: www.allitbd.com
ইউটিউব: www.youtube.com/allitbd
ফেসবুক পেজ: https://facebook.com/allitbd

Leave a Reply