0
  Login
ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট/ট্রেনিং সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা

ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট/ট্রেনিং সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা

Industrial attachment এবং Industrial Training কি?
Industrial Attachment হচ্ছে internship এর অপর নাম বা দুটি বিষয় একই। মূলতঃ ৪ বছর মেয়াদী সব ধরণের ডিপ্লোমা অথবা বি এস সি কোর্স এর উপর Practical বিষয়ে জ্ঞান অর্জন এর জন্য একটা নির্দিষ্ট সময় যার যার Subject বা Course এর সাথে সামঞ্জস্য রেখে কোনো অফিস এ বা Industry তে কাজ করার নাম ই internship বা Industrial Attachment.

Industrial attachment তো বুঝলাম, তাহলে Industrial Training কি?
শিক্ষা জীবনে যারা diploma engineering বা B.sc Engineering এ পড়ে থাকেন, তাদের ৯০% ই চাকুরী ক্ষেত্রে বিভিন্ন Technical ইন্ডাস্ট্রি যেমন Software, Web Development, Networking, Electrical Industry অথবা যেকোনো প্রতিষ্ঠানে IT Manager হিসেবে কাজ করেন বেশি, আর এই সব প্রতিষ্ঠানে কাজ করার পূর্বে তাদেরকে প্রাকটিক্যাল নলেজ অর্জনের জন্য কোনো না কোনো প্রতিষ্ঠানে Internship করতে হয়। আর এই internship এর এই course টাকে বলা হয় Industrial Training.

Industrial Attachment নিয়ে অনেকেরই মাথায় অনেক ধরনের টেনশন কাজ করতে থাকে, বিশেষ ভাবে প্রধান টেনশন হলো কি নিয়ে কাজ করবো? কোথায় কাজ করবো? যেখানে কাজ করবো, সেখানেই পরে চাকুরীর ব্যবস্থা আছে কিনা। অনেকই আবার এই সময় টা বিভিন্ন Training করে থাকেন নিজের development এর জন্য। অনেকেই এটাকে খুব গুরুত্ব সহকারে দেখেন, আবার অনেকেই এই Industrial Attachment কে সঠিক গুরুত্ব দেয় না।

তাহলে কোনটা সঠিক? Industrial Attachment কে গুরুত্ব সহকারে দেখা? নাকি গুরুত্ব না দেয়া?
আমার মতে Diploma Engineering বলেন আর B. sc Engineering বলেন, এর যেকোনোটির course শেষ করার পরে একজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা কম থাকে বা একদম থাকেনা বললেই চলে, আর এতে বাংলাদেশের মতো দেশে জব মার্কেটে প্রাকটিক্যাল নলেজ বা কাজের অভিজ্ঞতা ছাড়া চাকরি পাওয়া আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই। আর তাই একজন শিক্ষার্থী কে চাকরি দাতাদের যাচাই করার প্রাথমিক মানদন্ড হলো এই Industrial Attachment. আর এই সময়ে একজন শিক্ষার্থীর উচিত Industrial Attachment এর সময় টাকে গুরুত্ব সহকারে দেখা।

কোন বিষয়ে করবেন?
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা বি এস সি ইঞ্জিনিয়ারিং এ একাডেমিক পড়ালেখা শেষ করার পর অনেকেই সিধান্তহীনতাই পরে যায় যে কোন সেক্টরে কাজ করলে বা কাজ শিখলে তারা Future-এ ভালো জবের আশা করতে পারে। এই ব্যাপারে আমার পরামর্শ হলো, আপনি প্রথমে সিদ্ধান্ত নিন যে, আপনি নিজেকে ভবিষ্যতে কি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান? তারপর দেখুন মার্কেট এ আপনি নিজেকে যেই পেশার উপর তৈরী করতে চান, সেই পেশায় চাকরির পাওয়ার সম্ভবনা বা চাকরির availability কেমন? আর এতটুকু খুব সহজে ঘরে বসেই জানা যায় , আর সেটা হচ্ছে বিভিন্ন জব পোর্টাল গুলোতে নিয়মিত ভিসিট করুন। তারপর আপনার পেশার জব গুলো কে শর্টলিস্ট করুন যে যে বিষয়ে জব বেশি? সেখান থেকে নিজের পছন্দের সাবজেক্ট টি চয়েস করুন। তারপর আপনার ভালো লাগার Subject টির কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে তার একটা লিস্ট তৈরী করুন। এবং আপনার List এর উপর ভিত্তি করে Industrial Attachment এর জন্য প্রস্তুতি নিন।

কোথায় Industrial Training করবেন?
এক কথায় যে প্রতিষ্ঠান আপনার চাওয়া পূরণ করতে পারবে। তাহলে প্রথমে আপনার চাওয়াটাই ঠিক করতে হবে। ধরুন আপনি সিদ্ধান্ত নিয়েছেন Web Development এর উপর Industrial Training করবেন , প্রথমে জেনে নিন Web Developer হিসেবে ক্যারিয়ার গড়তে হলে কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে। আবার ধরুন আপনি Network Engineer হিসেবে ক্যারিয়ার গড়তে চান সেখানে একইভাবে জেনে নিন একজন Network Engineer হিসেবে ক্যারিয়ার গড়তে হলে কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে। তারপর যেখানে Industrial Training করবেন তাদেরকে আপনার লিস্ট ধরায় দেন। এবং তারা আপনাকে আপনার দেওয়া list এ এক্সপার্ট বানাতে পারবে কিনা? যদি হ্যাঁ হয় তাহলে নিশ্চিন্তে করতে পারেন। আর না হলে অন্য কোনো প্রতিষ্ঠান খুজুন।

আরো কিছু ব্যাপার আছে!
আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ইন্সট্রাক্টর কে? অর্থাৎ যিনি আপনাকে হাতে খড়ি শেখাবেন তার ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড বলতে বুজাচ্ছি সংশ্লিষ্ট ইন্সট্রাক্টর নিজের কত বছরের কাজের অভিজ্ঞতা আছে ? কোথায় কোথায় জব করছেন? তিনি যেই বিষয়ে expert সেই বিষয়ে তার কোনো পাবলিকেশন আছে কিনা? থাকলে সেই পাবলিকেশন টা দেখুন। আরো দেখতে হবে কয়টা প্রজেক্ট করছেন? প্রজেক্ট গুলোর কোনো link বা ডেমো আপনাকে দেখাতে পারবে কিনা? এই সব কিছু পুঙ্খানুপুঙ্খ আপনাকে ভালো ভাবে দেখতে হবে।

আপনাদের প্রতিষ্ঠান কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করায় ?
জি আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করাই, এক্ষেত্রে আমরা গর্বিতভাবে নিজেদেরকে সব চেয়ে যোগ্য প্রতিষ্ঠান মনে করি। কেননা ইতি পূর্বে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করেছেন , তাদের অধিকাংশই দেশ বিদেশে বিভিন্ন কোম্পানিতে সুপ্রতিষ্ঠিত। আমরা ততক্ষন আপনাকে প্রশিক্ষণ দিয়ে যাবো , যতক্ষণ না আপনি চাকরির জন্য শতভাগ প্রস্তুত হবেন। আর এর জন্য আমাদের আছে সর্বাধুনিক ল্যাব সুবিধা , দেশের সব চেয়ে যোগ্য এবং ২-১০ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকরা। আর আমাদের প্রত্যেকটি কোর্স এ থাকে সর্বনিন্ম ২ টি real life project.

আপনাদের প্রতিষ্ঠান কোন কোন বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করানো হয়?
আমাদের প্রতিষ্ঠান নিম্নোক্ত ট্রেনিং গুলো করানো হয়:
কম্পিউটার টেকনোলজি
♦ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
♦ অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট
♦ গ্রাফিক্স ডিজাইন
♦ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
♦ অ্যাডমিন সাপোর্ট
♦ মাস্টারিং গ্রাফিক্স ডিজাইন
♦ থ্রিডি মডেল ডিজাইন (ব্লেন্ডার)
♦ ডিজিটাল মার্কেটিং
♦ সোস্যাল মিডিয়া মার্কেটিং
♦ কমপ্লিট সিপিএ মার্কেটিং
♦ অ্যাফিলিয়েট মার্কেটিং
♦ অ্যাপ ডেভেলপমেন্ট
♦ ইউটিউব মার্কেটিং এন্ড অ্যাডসেন্স
♦ প্রফেশনাল ভিডিও এডিটিং
♦ কম্পিউটার অফিস এ্যাপলিকেশন
♦ সার্ভার কনফিগার এবং নেটওয়ার্কিং
♦ CCNA (Routing and Switching)
♦ কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং

ইলেক্টিক্যাল এবং ইলেকট্রনিক্স টেকনোলজি
♦ PLC এবং মাইক্রো-কন্ট্রোলার
♦ Power System Design (Inverter/Motor/Rectifier/Solar/IPS/UPS)
♦ Embedded System Design (Arduino & Raspberry Pi)
♦ মোবাইল সার্ভিসিং
♦ ল্যাপটপ সার্ভিসিং

সিভিল এবং আর্কিটেকচার
♦ অটোক্যাড (2D & 3D)
♦ থ্রিডি স্টুডিও ম্যাক্স এন্ড অ্যানিমেশন

টেলিকম্যুনিকেশন টেকনোলজি
♦ Telecommunication (GSM, 3G & 4G)
♦ CCNA (Routing and Switching)

কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন https://allitbd.com/training

ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কি শুধু কম্পিউটার সাইন্স এর ছাত্রদের জন্য?
না যেকোনো সাবজেক্ট এর ছাত্ররাই আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিতে পারবে।

ক্লাস গুলো কখন হয় ? সপ্তাহে কতদিন ক্লাস হয়? আর সর্বমোট কতদিনের কোর্স?
✓কোর্সের মেয়াদঃ ৩ মাস, ✓ক্লাসের সময়: সপ্তাহে ৬ দিন, ৩ ঘন্টা করে।
ক্লাশ টাইম: ৩টি শিপ্টে ক্লাশ করার সুযোগ (যেকোন ৩ ঘন্টা চয়েস করা যাবে)
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত
দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত

√ একবার ভর্তি হওয়ার পর আপনার শেখা শেষ না হওয়া পর্যন্ত অল আইটি বিডি’তে পরবর্তী ব্যাচে বিনা খরচে আবারো প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।

কোর্স ফি কত?
✓✓ প্রশিক্ষণের মোট ফি : ১২,০০০ টাকা, প্রথম ৫০ জনের জন্য ৩০% ছাড়। এছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নূন্যতম ১০ থেকে ৪০% ছাড়ের ব্যবস্থা আছে।

♦ ‘অল আইটি বিডি’তে কেন করবেন ?
√ দক্ষ ও অভিজ্ঞদের নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। √ প্রতিটি ল্যাবে আলাদা আলাদা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ইন্সট্রুমেন্ট ব্যবহারের সুযোগ। √ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে প্লেসমেন্ট। √ কর্মক্ষমতার উপর ভিত্তি করে চাকুরীর সুযোগ। √ বিভিন্ন কাজে এপ্লাই করার টিপস, সিক্রেট এবং টেকনিক। √ বিষয় ভিত্তিক একাধিক সুসজ্জিত ল্যাব। √ যে কোন ক্লাসের প্রয়োজন অনুযায়ী ব্যাকআপ সাপোর্ট প্রদান। √ ট্রেনিং শেষে পুরষ্কার এর ব্যবস্থা। √ উচ্চ শিক্ষার জন্য ভালো বিশ্ববিদ্যালয় ভর্তির পরামর্শ। √ সবসময় ইলেকট্রিসিটির ব্যবস্থা। √ সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ। √ দূরের ছাত্রদের জন্য #আবাসিকের সুবিধা। √ কোর্স শেষে সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয়।

♦♦♦ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোথাও শুরু করার পূর্বে ‘অল আইটি বিডি’ ঘুরে দেখে যেতে পারেন

আপনার সাথে সরাসরি কোর্সের ব্যাপারে কথা বলা যাবে?
হাঁ যাবে, প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত আমি অফিস এ থাকি। তা ছাড়া আমার সাথে সরাসরি ফোন এ যোগাযোগ করতে পারেন, মোবাইল: ০১৭২২৪৬১৩৩৫
আর ফেসবুকেও আমাদরকে যেকোনো প্রশ্ন করতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ফেসবুক লিংক : https://www.facebook.com/allitbd

বগুড়া অফিস এর ঠিকানা: ‘অল আইটি বিডি’, জিএস ভবন (১ম, ২য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে, শেরপুর রোড, সাতমাথা, বগুড়া।
ঢাকা অফিস এর ঠিকানা: ১৮৪ রাজিয়া প্লাজা (৭ম তলা), সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা।

ওয়েব সাইট: www.allitbd.com
ইউটিউব: www.youtube.com/allitbd

Facebook Comments

Leave a Reply