0
  Login
SEO সেক্টরের মত সম্ভাবনাময় বিষয়ে নিজেদেরকে বিকশিত করতে আগ্রহী, তাদের জন্যই এই কোর্স, এ সুযোগ #১৫ জুলাই পর্যন্ত

SEO সেক্টরের মত সম্ভাবনাময় বিষয়ে নিজেদেরকে বিকশিত করতে আগ্রহী, তাদের জন্যই এই কোর্স, এ সুযোগ #১৫ জুলাই পর্যন্ত

💻 অনলাইনে ভালো ইনকাম করতে চাইলে #এসইও (SEO) জানতেই হবে

♦ ৬০% টাকা জমা দিয়ে #অনলাইনে_আয়_করে_কোর্স_ফি_পরিশোধ_করুন, এ সুযোগ #১৫ জুলাই পর্যন্ত

(১৫ জুলাই থেকে যদি আপনার ক্লাশ করার সময় না হয় তবে এ অফারে ভর্তি হয়ে পরে আপনার সময় সুযোগ বুঝে যেকোন নতুন ব্যাচে ক্লাশ করতে পারবেন)।

 

সফল শিক্ষার্থীদের #ভিডিও মন্তব্য দেখুন: https://allitbd.com/student

সফল শিক্ষার্থীদের ছবিসহ #বিস্তারিত দেখুন: https://allitbd.com/success

ইনকাম নিশ্চিত, রেজিষ্ট্রেশন করুন: https://goo.gl/JvvYkR

 

এসইও (SEO) কোন সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করে। এসইও (SEO) কে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। এটি একটি অনলাইন মার্কেটিং স্ট্রাটেজি যার মাধ্যমে আপনার ওয়েবসাইটে ট্রাফিকের পরিমাণ বৃদ্ধি এবং সাইটটির গুণগত মান উন্নত করা যায়। বর্তমান সময় ডিজিটালের একটি উত্থানশীল অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে এর চাহিদা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) Specialist হতে হলে আপনাকে অবশ্যই এসইও’র সকল খুঁটিনাটি এবং এডভ্যান্স বিষয় জানতে হবে। যারা SEO সেক্টরের মত সম্ভাবনাময় বিষয়ে নিজেদেরকে বিকশিত করতে আগ্রহী, শুধুমাত্র তাদের জন্যই এই কোর্সটি সাজানো হয়েছে।

.

♦ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), কোর্স আউট লাইন: https://allitbd.com/seo

.

✓✓ #প্রশিক্ষণের মোট ফি : ১২,০০০ টাকা, কিন্তু আপনি রেজিস্ট্রেশন ফি ৬০% (৭২০০ টাকা নগদ দুই কিস্তিতে) পরিশোধ করে সম্পূর্ন কাজ শিখে অনলাইনের বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে ইনকাম থেকে অল্প অল্প করে টাকা দিয়ে বাকি কোর্স ফি ৪০% (৪৮০০ টাকা) পরিশোধ করার সুযোগ পাবেন। √ #একবার ভর্তি হওয়ার পর আপনার ইনকাম না হওয়া পর্যন্ত অল আইটি বিডি’তে পরবর্তী ব্যাচে বিনা খরচে আবারো প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।

 

✓কোর্সের মেয়াদঃ ৪ মাস, ✓ক্লাসের সময়: সপ্তাহে ৩ দিন, ২ ঘন্টা করে। #ক্লাশ টাইম: সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত (যেকোন ২ ঘন্টা চয়েস করতে পারবেন)।

———————————————————
#অল আইটি বিডি’র যেসমস্ত কোর্সে অফার আছে:
———————————————————

♦ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, কোর্স আউট লাইন: https://allitbd.com/web-design-development

♦ গ্রাফিক্স ডিজাইন, কোর্স আউট লাইন: https://allitbd.com/graphics-design

♦ ডিজিটাল মার্কেটিং, কোর্স আউট লাইন: https://allitbd.com/digital-marketing

♦ অ্যাডমিন সাপোর্ট, কোর্স আউট লাইন: https://allitbd.com/admin-support

————————————

আমাদের কাছে কেন শিখবেন?

————————————

√ আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করলে #ইনকাম ১০০% নিশ্চিত। √ দক্ষ ও অভিজ্ঞদের নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। √ ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়ার ক্ষেত্রে যেকোন সময় ১০০% সহযোগিতা করা হয়। √ ফ্রিল্যান্সিং/আউটসোর্সিংকে প্রধান টার্গেট করে প্রশিক্ষণ প্রদান করানো হয়। √ বিভিন্ন মার্কেটপ্লেস এ কাজে এপ্লাই করার টিপস, সিক্রেট এবং বিডিং টেকনিক। √ সুসজ্জিত কম্পিউটার ল্যাব। √ সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সু-ব্যবস্থা। √ সবসময় #ইলেকট্রিসিটির ব্যবস্থা। √ যে কোন ক্লাসের প্রয়োজন অনুযায়ী ব্যাকআপ সাপোর্ট প্রদান করা হয়। √ #একবার ভর্তি হওয়ার পর আপনার ইনকাম না হওয়া পর্যন্ত অল আইটি বিডি’তে পরবর্তী ব্যাচে বিনা খরচে আবারো প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। √ দূরের ছাত্রদের জন্য #আবাসিকের সুবিধা আছে।

————————————

#অফিস এর ঠিকানা: ‘অল আইটি বিডি’, জিএস ভবন (১ম, ২য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে, শেরপুর রোড, সাতমাথা, বগুড়া।
#মোবাইল নং: 01722 461335
ওয়েব সাইট: www.allitbd.com
ইউটিউব: www.youtube.com/allitbd
ফেসবুক পেজ: https://facebook.com/allitbd
ফেসবুক গ্রুপ: https://facebook.com/groups/allitbd