![#আপনি কি কম্পিউটার শিখতে চান? #আপনার কি কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন?](https://allitbd.com/wp-content/uploads/2019/07/computer1.jpg)
#আপনি কি কম্পিউটার শিখতে চান? #আপনার কি কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন?
♦ কম্পিউটার শিখে নিজের কর্মস্থান নিজেই গড়ি ♦ কম্পিউটার কোর্সে ভর্তি চলছে
#কোর্স শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয়।
আধুনিক যুগে কম্পিউটার জানা না থাকলে প্রায় কোন ক্ষেত্রেই চাকরী হয় না।
সফল শিক্ষার্থীদের #ভিডিও মন্তব্য দেখুন: https://allitbd.com/student
সফল শিক্ষার্থীদের ছবিসহ #বিস্তারিত দেখুন: https://allitbd.com/success
ঘর থেকে শুরু করে অফিস-আদালত এমন কোন জায়গায় খুজে পাওয়া যাবে না যেখানে কম্পিউটার ব্যবহার হয় না, অফিসের কাজে, ব্যবসায়-বাণিজ্যে, স্কুলে-কলেজে-বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন ধরনের প্রোজেক্ট, শিল্প-কারখানায়, খেলাধুলা, চিত্তবিনোদনে, দোকানপাট, ব্যাংক-ইন্সুরেন্স কোম্পানী, আবহাওয়া অফিস, মহাশূন্য স্টেশন, ক্লিনিক-হাসপাতালসহ ইত্যাদি সকল ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার হয়। আপনি যদি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ না করে থাকেন তবে আমাদের কাছে প্রশিক্ষণ নিতে পারেন।
.
#সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস এ্যাপলিকেশন কোর্স আউটলাইন: https://allitbd.com/office-application
.
✓ কোর্সের মেয়াদঃ ৩ মাস, ক্লাস: সপ্তাহে ২ দিন, ২ ঘন্টা করে,
✓ কোর্স ফি: ৩,০০০ টাকা মাত্র ।
———————————————
আমাদের কাছে কেন শিখবেন?
———————————————
√ দক্ষ ও অভিজ্ঞদের নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। √ শিক্ষার্থীদের জন্য ফ্রি ইন্টারনেট। √ কর্মজীবিদের জন্য আলাদা ব্যাচ। √ সুবিশাল ৪টি কম্পিউটার ল্যাব। √ প্রজেক্টর এর মাধ্যমে ক্লাস করার সু- ব্যাবস্থা। √ সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সু-ব্যবস্থা। √ #প্রশিক্ষণ শেষ হওয়ার পরও যদি কেউ মনে করে- আমার আরো এক্সট্রা ক্লাশ করা প্রয়োজন তাহলে পরবর্তী ব্যাচে বিনা খরচে আবারো ক্লাশ করতে পারবেন।
———————————————
আমাদের অন্যান্য সেবা সমুহঃ
———————————————
√ ওয়েব হোস্টিং এন্ড ডোমেইন নেম রেজিস্ট্রেশান
√ ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট
√ সফটওয়্যার
√ বাল্ক এসএমএস
√ ICT মাধ্যমিক & ICT উচ্চ মাধ্যমিক সিলেবাস
√ কমিউনিকেটিভ ইংলিশ কোর্স
√ #ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কোর্স:
♦ গ্রাফিক্স ডিজাইন, কোর্স আউট লাইন: https://allitbd.com/graphics-design
♦ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), কোর্স আউট লাইন: https://allitbd.com/seo
♦ ডিজিটাল মার্কেটিং, কোর্স আউট লাইন: https://allitbd.com/digital-marketing
♦ অ্যাডমিন সাপোর্ট, কোর্স আউট লাইন: https://allitbd.com/admin-support
♦ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, কোর্স আউট লাইন: https://allitbd.com/web-design-development
———————————————
#অফিস এর ঠিকানা: ‘অল আইটি বিডি’, জিএস ভবন (১ম, ২য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে, শেরপুর রোড, সাতমাথা, বগুড়া।
#মোবাইল নং: 01722 461335
ওয়েব সাইট: www.allitbd.com
ইউটিউব: www.youtube.com/allitbd
ফেসবুক পেজ: https://facebook.com/allitbd
ফেসবুক গ্রুপ: https://facebook.com/groups/allitbd