0
  Login
SEO (এসইও) এর ক্ষেত্রে সাধারনত যে ৫ টি ভুল প্রায় সবাই করে

SEO (এসইও) এর ক্ষেত্রে সাধারনত যে ৫ টি ভুল প্রায় সবাই করে

আমরা হয়তো অনেকেই জানি এসইও কি। আর না জানলেও সমস্যা নাই । এসইও হল এমন একটি পদ্ধ্যতি যার মাধ্যমে আপনার সাইটকে গুগলের ফাস্ট পেজে নিয়ে আশা যায়।

আমরা অনেকেই এসইও করতে জানি কিন্তু আমরা সব সময়েই এই এসইও তে কিছু কমন ভুল করে থাকি আর তার জন্যই হয়তো আমরা ভালো ফলাফল পাই না। আমার জানামতে ৫  টি ভুল যা আমরা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে করে থাকি।

১। ভূল কিওয়ার্ড নির্বাচনঃ

সঠিকভাবে Keyword নির্বাচন করতে না পারাটা হচ্ছে আমার মতে সবচাইতে কমন একটি ভূল।
অনেকেই দেখা যায় একজন আর্টিকেল পাবলিশার Keyword নির্বাচনের ক্ষেত্রে কোন গুরুত্ব দেয় না। তারপর Keyword রিসার্চ না করেই পোষ্ট লিখতে শুরু করে দেয়।
এতে করে পোষ্টের ভেতরে থাকা ভালমানের আর্টিকেল থাকা সত্বেও সঠিকভাবে উপযুক্ত Keyword নির্বাচন না করার ফলে আপনার আর্টিকেলটি সার্চইঞ্জিনে পাবে না আপনি আপনার কাঙ্খিত ফলাফল পাবেন না ।
তাই আপনি যে বিষয় নিয়ে লিখতে বসবেন তার জন্য আপনাকে আগেই Keyword নির্বাচন করে নিবেন ।
আপনার কাঙ্খিত বিষয়ে কি ধরনের কীওয়ার্ডগুলি অনলাইনে বেশী সার্চ হচ্ছে এবং কোন ধরনের কীওয়ার্ড এর গুরুত্ব কতটুকু ইত্যাদি ইত্যাদি।
এ ক্ষেত্রে আপনি যত সঠিক ও উপযুক্ত Keyword নির্বাচন করতে পারবেন আপনার পোষ্টটি সার্চ ইঞ্জিনের তত ভালো অবস্থান পাওয়ার সম্ভাবনা থাকবে ।

২। Keyword Stuffing

অনেকেই মনে করেন একটি আর্টিকেল লিখতে হলে প্রতিটি লাইনে keyword থাকা চাই।
যার ফলে দেখা যায় একজন আর্টিকেল পাবলিশার তার পোষ্টের অভ্যন্তরে অযথা অপ্রয়োজনীয় জায়গাতে Keyword ব্যবহার করছেন।
এ ক্ষেত্রে একটি পোষ্টে অত্যাদিক বার Keyword ব্যবহারের ফলে সার্চ ইঞ্জিন পোষ্টটিকে স্প্যাম বলে গন্য করছে ।
এতেকরে একজন রাইটার খুব ভালোমানের পোস্টলিখা সত্যেও গুগল তাকে র‍্যাঙ্ক দিচ্ছে না । আপনি একটি আর্টিকেল লিখার সময় অবশ্যই Keyword Density
টা ৬% থেকে ৭% এর মধ্যে রাখার জন্য চেষ্টা করবেন। যতে গুগল আপনাকে ধরতে না পারে আপনি স্পাম করছেন।

৩. যেখানে সেখানে অপ্রাসঙ্গিক Keyword ব্যবহার

আমার জানা মতে অনেকেই আমরা এই ভূলটি করে থাকি।
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় একজন আর্টিকেল পাবলিশার খুব সুন্দর করে একটি পোষ্ট লিখেছেন কিন্তু তার এই পোষ্টটির জন্য যে Keyword
নির্বাচন করেছেন সেটি না হয়ে অন্য কীওয়ার্ড হওয়া উচিত ছিল। এ ক্ষেত্রেও পোষ্টটি সার্চ ইঞ্জিনে ভাল র‌্যাংক করতে পারে না।
কারণ সার্চ ইঞ্জিন চায় তার নিস Related Keyword।
স্বাভাবিকভাবে চিন্তা করুন যে, আপনি “এওইও” টপিক নিয়ে একটি পোষ্ট লিখছেন কিন্তু পোষ্টের ভীতরে পোস্ট টির ভিতরে এসইও এর চাইতে ওয়েব ডিজাইনের বিষয়ে বেশি লিখা রয়েছে।
এ ক্ষেত্রে আপনিই বলুন আপনার পোষ্টটি আপনি কিভাবে কিভাবে মূল্যায়ন করবেন?
যদিও বিষয়টি আমার উদাহরনের মত হুবহু হয় না, তবে অধিকাংশ ক্ষেত্রে এর কাছাকাছি হয়ে থাকে।
এ বিষয়টি ভালভাবে মাথায় রাখতে হবে ।

৪। Title Tags ও Meta Descriptions ভূল করা

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এ দুটি ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ।
কারণ সার্চ ইঞ্জিনে যখন কোন Keyword ব্যবহার করে কিছু সার্চ করা হয়ে থাকে তখন সার্চ ইঞ্জিন সর্বপ্রথম পোষ্টের Title Tag খোঁজে থাকে।
এ ক্ষেত্রে Title Tag এর ভীতরে কীওয়ার্ড পেয়ে গেলে আপনার পোষ্টটি সার্চ রেজাল্টে সহজে চলে আসবে।
অন্যদিকে Title Tag এর মধ্যে Keyword টি পাওয়া না গেলে তখন সার্চ ইঞ্জিন Meta Descriptions এর অভ্যন্তরে কীওয়ার্ডটি খোঁজে থাকে।
যদি Meta Descriptions এর মধ্যে Keyword টি পাওয়া যায় তাহলেও সার্চ রেজাল্টে পোষ্ট স্থান পাওয়ার অধিক সম্ভাবনা তৈরি হয়ে যায়।
সে জন্য আমি বলব এ দুটি অংশ লিখার সময় অবশ্যই আপনার কাঙ্খিত Keywords দিবেন।

৫। ট্রাফিক Analytics না করা

আপনি কি জানেন আপনার অয়েবসাইটে কোথাথেকে ভিজিটর আসছে কোন কোন কিওয়ার্ড থেকে ভিজিটর আসছে কোন সোসাল মিডিয়া থেকে আসছে এটা এনালাইসিস করাটাও এসইও এর ক্ষেত্রে গুরুত্বপূর্ন।
আপনি হয়ত বলতে পারেন এ বিষয়টি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে জড়িত নয় বা ট্রাফিক বৃদ্ধিতে কোন অবদান রাখবে না।
হ্যা, যদিও এটি ট্রাফিক বৃদ্ধিতে সরাসরি কোন অবদান রাখবে না, তবে এটি রিসার্চ করার মাধ্যমে আপনার সাইটের ট্রাফিক সোর্স,
কীওয়ার্ডসহ আরো বেশ কিছু বিষয়ে ধারনা নিয়ে ভবিষ্যতে আপনার কি করা উচিত বা কি ধরনের কীওয়ার্ড নিয়ে পোষ্ট করা উচিত সে বিষয়ে পরিষ্কার ধারনা নিতে পারবেন।
বর্তমান সময়ে বহুল ব্যবহৃত এবং সবচাইতে জনপ্রিয় একটি টুলস হচ্ছে Google Analytics.
আপনি ইচ্ছে করলে খুব সহজে এটি যে কোন ধরনের ওয়েবসাইট কিংবা ব্লগে যুক্ত করে নিতে পারবেন। এবং এখান থেকে সম্পুর্ন ধারনা নিতে পারেন।

Facebook Comments

Leave a Reply