0
  Login
আপনার সাইটে যুক্তকরুন SEO Friendly মেটা ট্যাগ

আপনার সাইটে যুক্তকরুন SEO Friendly মেটা ট্যাগ

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যেকোন সাইটে মেটা ট্যাগ যুক্ত করবেন।

মেটা ট্যাগ কি?

যেকোন ওয়েব সাইটে এসইও করতে হলে আগে অনপেজ অপটিমাইজেসন  করতে হয় আর অনপেজের গুরুত্ব পূর্ন যে বিষয়টি রয়েছে তা হল মেটা ট্যাগ যুক্ত করতে হয়। এখন প্রশ্ন আসবে তাহলে কি এই মেটা ট্যাগ ? মেটা ট্যাগ হলও এমন একটি ট্যাগ যার মাধ্যমে গুগলকে সংক্ষেপে বলে দেওয়া যায় যে আপনার সাইটে কি রয়েছে । মনে করুন আপনার ওয়েবসাইট টি Baby রিলেটেড এক্ষেত্রে গুগলকে সংক্ষেপে একটা ধারনা দিতে হবে কোডিং এর মাধ্যমে যে আমার সাইটে Baby Name Related এখানে সব Baby প্রডাক্ট সেল করা হয়।

তো চলুন এবার দেখি কিভাবে এই ট্যাগটি আপনার সাইটে যুক্ত করবেন।

  1. Meta Keywords
  2. Meta Description
  3. Meta Author
  4. Meta Language
  5. Meta Revisit Tag

এই বিষয় গুলো মিলে একটি মেটা ট্যাগ হয়ে থাকে।

Meta Keywords কী –

মেটা কিওয়ার্ড হলো সবচেয়ে গুরুত্ব পূর্ন এক্ষেত্রে এখানে আপনার সাইটের কিওয়ার্ডগুলো দিতে হয়।

<meta name="keywords" content="mom, baby, babies, mom365, pregnancy, pregnant, toddler, baby names, birth, delivery"/>
উপরের কোড এডিট করে আপনার সাইটের রিসার্চ করা কিওয়ার্ড দিবেন।

Meta Description কী? 

যেখানে সাইটের সংক্ষেপে সাইটের Description থাকবে সেটাই Meta Description। 

<meta name=”description” content=”Discover Mom365, your one-stop newborn photography, pregnancy &amp; parenting site for moms. From baby names, breastfeeding and much more – we have you covered!”/>
এই যায়গায় আপনার ইচ্ছেমত সাইটের Description বসান।

Meta Author কী? 

এই ট্যাগটি দিয়ে সার্চ ইন্জিনকে বোঝানো হয় যে সাইটটি কে তৈরী করেছে। এই ট্যাগে আপনি আপনার দিবেন।
মেটা অথর এর কোডটি হলঃ
<meta name="author" content="Name">

Meta Language কী?

এটার মাধ্যমে জানানো হয় আপনার সাইটে কিকি ভাষা ব্যাবহার করা হয়েছে । এর কোডটি হলঃ- 
<META HTTP-EQUIV="Content-Language" content="en"/>

সাধারন আমরা ইংরেজিই দেই তাই একখানের ডিফল্ট হিসেবে ইংরেজিই রয়েছে ।

Facebook Comments

Leave a Reply