Collect payments from marketplaces like Upwork and Fiverr with Payoneer!
আগে সম্পূর্ণ লিখাটি একবার পড়ুন তারপর আবেদন করুন
আমরা এখন Payoneer account আবেদন প্রণালী দেখব ।
১ম ধাপ (Getting Started) :-
প্রথমে আমরা এখানে Payonner এ ক্লিক করে Sign Up এ ক্লিক করব , এবং তা করলে আপনি এই পেজটা দেখতে পাবেন |
এখান থেকে উপরে ২টা রেডিও বাটন থেকে আপনার অপশন(Individual/Company) সিলেক্ট করেন | আমি ধরেই নিচ্ছি আপনি আপনার নিজের জন্য আবেদন করছেন তাই আপনি Individual এ ক্লিক করে আপনার নাম,ইমেইল,জন্মতারিখ দিয়ে ফিল্ডগুলো পুরন করে Next এ ক্লিক করুন ।
2য় ধাপ (Contact Details ) :-
২য় ধাপে আপনি এই পেজটি দেখতে পাবেন, এখানে আপনার Country,Address,City,Post code , mobile number দিয়ে Next এ ক্লিক করুন ।একটা ফোন নাম্বার দিয়ে শুধু একটা অ্যাকাউন্ট ই খুলতে পারবেন ।
এই ধাপে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে এবং একটা Security Question সেট করতে হবে ও তার একটা ভ্যালু দিতে হবে , আসলে এই Question তা আপনার অ্যাকাউন্ট এর নিরাপত্তার জন্য , তাই হয় আপনি আপনার এই Question+Answer টা মনে রাখুন না হলে একটা স্ক্রীন শট নিয়ে রাখুন , এবং Next এ ক্লিক করুন |
৪র্থ ধাপ(Almost Done ) :-
এই ধাপে আপনি আপনার আপনার বাংলাদেশের যেকোনো ব্যাংক এর সাথে লিঙ্ক করাবেন সেই ব্যাংক এর বিস্তারিত দিয়ে নিচের Payoneer Terms and Conditions & Pricing and Fees টিক দিয়ে Submit এ ক্লিক করুন । এবার কি করবেন =D এবার আর কিছু করতে হবে আপনার আবেদন Payoneer এর Review Stage এ জমা হয়ে গেছে । ২-৩ দিনের মধ্যে আপনাকে মেইল পাঠাবে,যদি আপনাকে অ্যাকাউন্ট দিতে সম্মত থাকে Authority তাহলে আপনার Identity Verify করতে বলবে NID/Driving License/Passport দিয়ে,আপনি তা পাঠিয়ে দিলে তারা আপনার সত্যতা যাচায় করে আপনার অ্যাকাউন্ট সচল করে দিবে ।
*যে কারনে আপনার অ্যাকাউন্ট Reject হতে পারে – এক কম্পিউটার থেকে একাধিক আবেদন করলে,এক ফোন নাম্বার একের অধিক অ্যাকাউন্ট এ ব্যবহার করলে,ভুয়া কোন NID/Passport/Driving License দিলে ।
কাদের জন্যে payoneer account :
- যারা বিভিন্ন মার্কেটপ্লেস এ কাজ করেন |
- যারা সরাসরি US কোম্পানি এর সাথে কাজ করেন |
- যারা সরাসরি EU কোম্পানি এর সাথে কাজ করেন |
- যারা অনলাইন এ ব্যবসা করেন যেমন ডোমেইন , হোস্টিং , ই-কমার্স |
- ফ্রীলান্সার , এন্টারপ্রেনেটার |
- যারা ক্রস বর্ডার বিজনেস করেন ইত্যাদি |
payoneer account সুবিধা :
- বিভিন্ন মার্কেটপ্লেস থেকে টাকা উঠাতে পারবেন |
- US কোম্পানি থেকে সরাসরি টাকা নিতে পারবেন |
- EU কোম্পানি থেকে সরাসরি টাকা নিতে পারবেন |
- লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন payonner এর $$ |
- payoneer দিয়া বুথ থেকে সরাসরি কম সময়ে টাকা তুলতে পারবেন |
- ক্রস বর্ডার বিসনেস করতে পারবেন কোনো চিন্তা ছাড়া |
- খুব দ্রুত ও নিরাপদ আপনি আপনার টাকা পেতে পারেন |
সতর্কতা
> আপনার ঠিকানা ঠিক মত দিন কারন ওই ঠিকানা তে ই কার্ড Delivery দাওয়া হবে।
> কার্ড পাওয়ার সাথে সাথে Payoneer এর ওয়েব সাইট এ গিয়ে আপনার Account এLogin করুন এবং কার্ড টি Active করুন।
- প্রয়োজনীয় উপকরন :
- National ID Card/ Passport/Driver Lisence এর স্ক্যান কপি
- Bank Account.