0
  Login
Collect payments from marketplaces like Upwork and Fiverr with Payoneer!

Collect payments from marketplaces like Upwork and Fiverr with Payoneer!

আগে সম্পূর্ণ লিখাটি একবার পড়ুন তারপর আবেদন করুন

আমরা এখন Payoneer account আবেদন প্রণালী দেখব ।

১ম ধাপ (Getting Started) :-

প্রথমে আমরা এখানে  Payonner এ ক্লিক করে Sign Up এ ক্লিক করব , এবং তা করলে আপনি এই পেজটা দেখতে পাবেন |

 

এখান থেকে উপরে ২টা রেডিও বাটন থেকে আপনার অপশন(Individual/Company) সিলেক্ট করেন | আমি ধরেই নিচ্ছি আপনি আপনার নিজের জন্য আবেদন করছেন তাই আপনি Individual এ ক্লিক করে আপনার নাম,ইমেইল,জন্মতারিখ দিয়ে ফিল্ডগুলো পুরন করে Next এ ক্লিক করুন ।

2য় ধাপ (Contact Details ) :-

 

২য় ধাপে আপনি এই পেজটি দেখতে পাবেন, এখানে আপনার Country,Address,City,Post code , mobile number দিয়ে Next এ ক্লিক করুন ।একটা ফোন নাম্বার দিয়ে শুধু একটা অ্যাকাউন্ট ই খুলতে পারবেন ।

এই ধাপে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে এবং একটা Security Question সেট করতে হবে ও তার একটা ভ্যালু দিতে হবে , আসলে এই Question তা আপনার অ্যাকাউন্ট এর নিরাপত্তার জন্য , তাই হয় আপনি আপনার এই Question+Answer টা মনে রাখুন না হলে একটা স্ক্রীন শট নিয়ে রাখুন , এবং Next এ ক্লিক করুন |

৪র্থ ধাপ(Almost Done ) :-

 

এই ধাপে আপনি আপনার আপনার বাংলাদেশের যেকোনো ব্যাংক এর সাথে লিঙ্ক করাবেন সেই ব্যাংক এর বিস্তারিত দিয়ে নিচের Payoneer Terms and Conditions & Pricing and Fees টিক দিয়ে Submit এ ক্লিক করুন । এবার কি করবেন =D এবার আর কিছু করতে হবে আপনার আবেদন Payoneer এর Review Stage এ জমা হয়ে গেছে । ২-৩ দিনের মধ্যে আপনাকে মেইল পাঠাবে,যদি আপনাকে অ্যাকাউন্ট দিতে সম্মত থাকে Authority তাহলে আপনার Identity Verify করতে বলবে NID/Driving License/Passport দিয়ে,আপনি তা পাঠিয়ে দিলে তারা আপনার সত্যতা যাচায় করে আপনার অ্যাকাউন্ট সচল করে দিবে ।

*যে কারনে আপনার অ্যাকাউন্ট Reject হতে পারে – এক কম্পিউটার থেকে একাধিক আবেদন করলে,এক ফোন নাম্বার একের অধিক অ্যাকাউন্ট এ ব্যবহার করলে,ভুয়া কোন NID/Passport/Driving License দিলে ।

 

কাদের জন্যে payoneer account :

  1. যারা বিভিন্ন মার্কেটপ্লেস এ কাজ করেন |
  2. যারা সরাসরি US কোম্পানি এর সাথে কাজ করেন |
  3. যারা সরাসরি EU কোম্পানি এর সাথে কাজ করেন |
  4. যারা অনলাইন এ ব্যবসা করেন যেমন ডোমেইন , হোস্টিং , ই-কমার্স |
  5. ফ্রীলান্সার , এন্টারপ্রেনেটার |
  6. যারা ক্রস বর্ডার বিজনেস করেন ইত্যাদি |

payoneer  account সুবিধা :

  1. বিভিন্ন মার্কেটপ্লেস থেকে টাকা উঠাতে পারবেন |
  2. US কোম্পানি থেকে সরাসরি টাকা নিতে পারবেন |
  3. EU কোম্পানি থেকে সরাসরি টাকা নিতে পারবেন |
  4. লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন payonner এর $$ |
  5. payoneer দিয়া বুথ থেকে সরাসরি কম সময়ে টাকা তুলতে পারবেন |
  6. ক্রস বর্ডার বিসনেস করতে পারবেন কোনো চিন্তা ছাড়া |
  7. খুব দ্রুত ও নিরাপদ আপনি আপনার টাকা পেতে পারেন |

সতর্কতা
>
আপনার ঠিকানা ঠিক মত দিন কারন ওই ঠিকানা তে ই কার্ড Delivery দাওয়া হবে।
>
কার্ড পাওয়ার সাথে সাথে Payoneer এর ওয়েব সাইট এ গিয়ে আপনার Account Login করুন এবং কার্ড টি Active করুন। 

  • প্রয়োজনীয় উপকরন :
  • National ID Card/ Passport/Driver Lisence এর স্ক্যান কপি 
  • Bank Account.
  • Email

 

 

Facebook Comments

Leave a Reply