জেনে নিন ইন্টারনেটের জনকদের নাম এবং কে কত সালে কি আবিষ্কার করেছিলেন
আসুন জেনে নেইঃ
১. Android mobile operating system-এন্ডি রুবিন(অক্টোবর ২০১৩)
২.ATM mmachine-জন শেফার্ড ব্যারন(১৯৬৮ সালের ২৭ জুন বার্কলেস ব্যাংকের লন্ডন এনজিও শাখায় প্রথম এটিএম স্থাপন করা হয়।মেশিনটি
পিন নাম্বার এর ভিত্তিতে কাজ করতো।
৩.Google-সার্জেই বিন ও লেরি পেজ(আগস্ট ১৯৯৮)
৪.Email-রে টমলিসন(১৯৭১)
৫.Ebook-মাইকেল এস্টান হার্ট (সাল জানা নেই)
৬.Facebook-মার্ক জুকারবার্গ (৪ ফেব্রুয়ারি ২০০৪,সদর দপ্তর-ক্যালিফোর্নিয়া)
৭.GMail-পওল বুহাইট (১ এপ্রিল ২০০৪)
৮.Hotmail-সাবীর ভাটিয়া এবং জ্যাক স্মিথ(১৯৯৬ সালে তবে ৩১ জুলাই ২০১৩ সালে হটমেইলকে outlook.com দ্বারা প্রতিস্থাপিত করা হয়)
৯.Internet-ভিনটন জি কার্ফ (১৯৬৯ world wide,১৯৯৬ বাংলাদেশ)
১০.Internet search Engine-এলান এমটাজ(সাল জানা যায়নি)
১১.instagram-কেভিন সিস্ট্রম ও মাইক ক্রিগার(অক্টোবর ২০১০)
১২.Microsost-বিল গেটস এবং পল এ্যালেন(৪ এপ্রিল ১৯৭৫ প্রতিষ্টাকাল এবং ১৯৮১ সালের ১৫ জুন মাইক্রোসফট সম্মিলিত এবং সাংগঠনিক ভাবে রূপ লাভ করে)
১৩.sim card-জিসেক এবং ফ্রেবিয়েন্ট(১৯৯১)
১৪.mobile phone-মার্টিন কুপার(১৯৭৩,২ কেজি ওজনের মোটারোলা মোবাইল)
১৫.skype-জানুজ ফ্রিজ এবং নিকলাস জেনস্ট্রম(২০০৩ সালের আগস্ট মাসে জনসম্মুখে স্কাইপ সফটওয়্যারের প্রথম বেটা সংস্করণ প্রকাশ করা হয়)
১৬.snapchat app-ইভান স্পাইগেল(জুলাই ২০১১ সালে প্রথম প্রকাশ করা হয় এবং ২৯ নভেম্বর ২০১২ এন্ড্রোয়েড এ প্রকাশ করা হয়)
17.Twitter-জ্যাকডোরসেই (২১ মার্চ ২০০৬)
১৮.viber-টেলমন মার্কো(২ ডিসেম্বর ২০১০)
১৯.whatsapp-জন কোম (২০০৯)
২০.Wikipedia-জিমি ওয়েলস (১৫/১/২০০১)
২১.www(world wide web)-টিম বার্নাস লি(১৯৮৯)
২২.youtube-স্টিভ চ্যান,জাভেদ করিম,চ্যাড হার্লে(১৪ ফেব্রুয়ারি ২০০৫)
২৩.Yahoo!-ডেবিড ফিলো ও জেরি ইয়াং(মার্চ ১৯৯৪)
অনেক কষ্ট করে লিখলাম আপনাদের জন্য,,,,,এটা কাগজ বার্তা (ম্যাগাজিন) থেকে থেকে লিখেছি।