0
  Login
PHP Variable কি এবং Variable লেখার নিয়ম

PHP Variable কি এবং Variable লেখার নিয়ম

PHP Variable কি?

variable = value;  ভ্যারিয়েবল(Variable) একটা Container এর মতো, যেটি কোন কিছু কনটেইন অথবা ধারণ করে। আমি এখানে container বা ধারক কে বলছি Variable এবং Container যা ধারন করে তাকে বলছি variable এর value

variable ব্যবহার করা হয় কোন কিছুর মান ধরে রাখার জন্য। value বলতে এখানে text, number, string ইত্যাদি বুঝায়। ভ্যারিয়েবল প্রোগ্রামে ব্যবহার করা হয় কোন একটি value represent করার জন্য। প্রোগ্রামে ভ্যারিয়েবল ব্যবহার এর কারণে কোন value কে বার বার লিখার প্রয়োজন হয় না। এতে করে প্রোগ্রামের সাইজ কমে আসে। কোন একটি প্রোগ্রামের যখন, যেখানে প্রয়োজন সেখানে variable কে কল (call) করা হয়। variable ডিক্লেয়ার করার জন্য প্রত্যেকটি language এ নিজস্ব রূলস রয়েছে। প্রত্যেক ল্যাংগুয়েজের ভ্যারিয়েবল declare করার নিয়ম ভিন্ন, তবে আসল concept এবং কাজ একই।

variable লেখার নিয়ম

php তে ডলার সাইন ( $ ) দিয়ে শুরু করে variable লেখা হয়। php variable এর নাম আপনি খুশি দিতে পারেন (যেমন $x বা $y) অথবা আরও বিস্তারিত ভাবেও লিখা যায় , যেমন : $someting , $new, $extra ইত্যাদি।
তবে Variable ডিক্লেয়ার করার জন্য বেশ কিছু নিয়ম মাথায় রাখতে হবে –

Variable এর নাম অবশ্যই ডলার সাইন ( $ ) দিয়ে শুরু হতে হবে।
Variable এর নাম সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না।
Variable এর নামের মাঝে হাইফেন(” – “) থাকা যাবে না প্রয়োজনে underscore (” _ “) ব্যবহার করা যাবে।
Variable এর নাম case sensitive অর্থাৎ $age এবং $AGE দুটি পৃথক variable ।
Variable এর নামের শুরুতে , মাঝে বা শেষে কোন special character ( যেমন – $ % ^ & * # ইত্যাদি) থাকা যাবে না।
Variable এর নামের মাঝে space থাকা যাবে না।

ভ্যারিয়েবল লিখা শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে।

যেমন – $ok = 20;

এখানে $ok ভ্যারিয়েবল এ value হিসেবে 20 রাখা হয়েছে এবং এটি একটি number হওয়ায় কোন কোটেশন (quotation) ব্যবহার করা হয়নি।

এখন আমরা আউটপুট হিসেবে ব্রাউজারে উক্ত ভ্যারিয়েবল গুলোতে অ্যাসাইন করা ভ্যালিউ দেখতে পাব, ভ্যারিয়েবল এর নাম নয়।

Facebook Comments

Leave a Reply