0
  Login
অটোক্যাডে অফসেট, ট্রিম, ফিলেট ও চ্যাম্ফার কমান্ডের ব্যবহার নিয়ে বিস্তারিত

অটোক্যাডে অফসেট, ট্রিম, ফিলেট ও চ্যাম্ফার কমান্ডের ব্যবহার নিয়ে বিস্তারিত

অফসেট,ট্রিম,ফিলেট ও চ্যাম্ফার কমান্ডের ব্যবহার

আজকে আমরা পরিচিত হবো অটোক্যাড এ বহুল ব্যবহৃত কিছু কমান্ড  অফসেট,ট্রিম,ফিলেট ও চ্যাম্ফার  এর সাথে।

অফসেট:

প্রথমেই OFFSET নিয়ে খুটিনাটি কিছু তথ্য জানা যাক। OFFSET  হচ্ছে এমন একটি কমান্ড যার সাহায্যে খুব সহজে একটি অব্জেক্ট এর অনুরুপ অব্জেক্ট তৈরি করা সম্ভব।কমান্ডটি কিভাবে কাজ করে সেটি দেখার জন্য প্রথমে একটি লাইন ড্র করি।এবার দেখব OFFSET ব্যবহার করে কিভাবে অনুরুপ একটি লাইন আকা যায়।এজন্য প্রথমে command এ গিয়ে OFFSET লিখে enter দেই।পুনরায় enter দেয়ার ফলে একটি চারকোনা পিকবক্স আসবে।অব্জেক্ট এর ওপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করব এবং যেখানে অনুরুপ অব্জেক্ট দরকার সেখানে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে দেখা যাবে অনুরুপ একটি লাইন ড্র হয়ে গেছে।

Screenshot (1910) Screenshot (1911) Screenshot (1912)

অনুরুপ ভাবে OFFSET কমান্ড ব্যবহার করে ত্রিভুজ,চতুর্ভুজ ,বৃত্ত এর মত অব্জেক্ট আকা সম্ভব।এজন্য পুনরায় একটি চতুর্ভুজ এবং বৃত্ত আকি।এবার command এ গিয়ে OFFSET লিখে enter দেই।পুনরায় enter দেয়ার ফলে পূর্বের ন্যায় একটি চারকোনা পিকবক্স আসবে।

Screenshot (1913)
বৃত্ত/চতুর্ভুজ এর ওপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করব এবং যেখানে অনুরুপ বৃত্ত/চতুর্ভুজ দরকার সেখানে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে দেখা যাবে অনুরুপ একটি বৃত্ত/চতুর্ভুজ ড্র হয়ে গেছে।এক্ষেত্রে বৃত্ত/চতুর্ভুজের ভিতরের কোনো পয়েন্টে ক্লিক করলে নতুন বৃত্ত/চতুর্ভুজ টি পুর্বের বৃত্ত/চতুর্ভুজের ভিতরে ড্র হবে আর বাহিরে ক্লিক করলে সেক্ষেত্রে এটি বাহিরে তৈরি হবে।

Screenshot (1914) Screenshot (1915)

এতক্ষন আমরা দেখলাম কিভাবে OFFSET ব্যবহার করে বিভিন্ন্য ধরণের অব্জেক্ট আকা যায়।এবার দেখব নিরদিষ্ট মাপ ব্যবহার করে অব্জেক্ট গুলা কিভাবে আকা যায়।
esc চেপে command থেকে বেরিয়ে আসি।এখন command এ গিয়ে OFFSET লিখে enter দেয়ার পর কমান্ড প্রমোট এরিয়া তে specify offset distance এর জায়গা দূরত্ব দিতে হবে এবং এন্টার চাপতে হবে।ধরা যাক দূরত্ব ৫ একক দিয়ে এন্টার চাপলাম ।এবার একটি লাইন সিলেক্ট করে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে দেখা যাবে পুরবের লাইন থেকে ৫ একক দূরে অনুরুপ একটি লাইন ড্র হয়ে গেছে।

Screenshot (1916) Screenshot (1917) Screenshot (1918)
অনুরুপ ভাবে বৃত্ত/চতুর্ভুজ এর ওপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে বৃত্ত/চতুর্ভুজের ভিতরের কোনো পয়েন্টে ক্লিক করলে নতুন বৃত্ত/চতুর্ভুজ টি পুর্বের বৃত্ত/চতুর্ভুজের ৫ একক ভিতরে ড্র হবে আর বাহিরে ক্লিক করলে সেক্ষেত্রে এটি ৫ একক বাহিরে তৈরি হবে।

Screenshot (1919) Screenshot (1920)

উল্লেখ্য Multiple কমান্ড ব্যবহার করে একটি নিরদিষ্ট দুরত্তে যতবার ক্লিক করব ততোগুলো অনুরুপ লাইন ড্র হয়ে যাবে।

ট্রিম:

Trim হুচ্ছে ছাটাই করা।এই কমান্ড ব্যবহার করে খুব সহজে কোনো একটা লাইন এর এক্সটেনশন অনশকে বাদ দেয়া যায়।এজন্ন্য আমাদের command এ Trim লিখে দুইবার enter দিতে হবে।এখন মাউসের কারসর চারকনা বক্সের মত দেখা জাবে।যে অংশ ট্রিম করতে হবে মাউসের কারসর সেখানে নিয়ে ক্লিক করলে দেখা যাবে অই অংশ টুকু trim হয়ে গেসে।কোনো একটি লাইন কে trim করার সময় এটি মাথায় রাকতে হবে যে TRIM কমান্ড শুধু ট্রিম লাইনের সাপেক্ষেই কাজ করে।যখন একটি লাইন অন্য লাইন থেকে পুরপুরি আলাদা হয়ে যায় অথবা একটি লাইন তার সবচেয়ে ক্ষুদ্রতম অবস্থা তে থাকে সেক্ষেত্রে TRIM কমান্ড কাজ করবেনা ।এক্ষেত্রে অই অংশটুক সিলেক্ট করে delete বাটন প্রেস করে ডিলেট করতে হবে।Screenshot (1921) Screenshot (1922) Screenshot (1924)

ফিলেট:

FILLET কমান্ডটি কিভাবে কাজ করে সেটি বোঝার জন্য প্রথমে  polyline কমান্ড ব্যবহার করে একটি ত্রিভুজ ও দুইটি চতুর্ভুজ আকি।এবার command এ গিয়ে FILLET লিখে enter দেই ।এবার ড্রইং এরিয়াতে রাইট ক্লিক করলে বেশ কিছু সাব অপশন আসবে।সেখান থেকে radius সিলেক্ট করি , ইউনিট অনুযায়ী মাপ দেই এবং enter চাপি।এখন চারকোণা মাউসের কার্সর দেখা জাবে।কার্সর দিয়ে ত্রিভুজের যেকোন দুটি বাহুতে ক্লিক করলে দেখা যাবে বাহু দুটির মাঝের অংশ ফিলেট হোয়ে গিয়েছে।

Screenshot (1925) Screenshot (1927)

Screenshot (1928) Screenshot (1929)

FILLET কমান্ডটি পুনরায় এনাবেল করে মাউসের কার্সর  ড্রইং এরিয়া তে নিয়ে রাইট ক্লিক করলে দেখা polyline যাবে  অপশন রয়েছে।এটি দিয়ে polyline কমান্ড দিয়ে আকা যেকনো বহুভুজের প্রতিটি কোনা ফিলেট করা সম্ভব।polyline অপশন সিলেক্ট করে রাইট ক্লিক করি ।সেখান থেকে radius সিলেক্ট করি , ইউনিট অনুযায়ী মাপ দেই এবং enter চাপি।এবার তৃতীয় চতুর্ভুজ টি সিলেক্ট করলে দেখা যাবে এর প্রতিটি কনা ফিলেট হোয়ে গেছে।এভাবে খুব সহজে ফিলেট কমান্ডটি ব্যবহার করে ড্রইং সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যেতে পারে।

Screenshot (1930) Screenshot (1931) Screenshot (1932)

FILLET কমান্ডটি পুনরায় এনাবেল করে মাউসের কার্সর  ড্রইং এরিয়াতে নিয়ে রাইট ক্লিক করলে দেখা যাবে multiple অপশন রয়েছে।এটি দিয়ে একই সাথে অনেকগুলা ফিলেট করা সম্ভব।multiple অপশন সিলেক্ট করে রাইট ক্লিক করি ।সেখান থেকে radius সিলেক্ট করি , ইউনিট অনুযায়ী মাপ দেই এবং enter চাপি।চারকোনা মাউসের কার্সর দিয়ে চতুর্ভুজের যেকোন দুটি বাহুতে ক্লিক করলে দেখা যাবে বাহু দুটির মাঝের অংশ ফিলেট হোয়ে গিয়েছে এবং মাউসের কার্সর চারকোনা রয়েছে অর্থাৎ কমান্ডটি এখনো এনাবেল আছে।এ অবস্থায় কার্সর দিয়ে চতুর্ভুজের অন্য যেকোনো দুটি বাহু সিলেক্ট করলে দেখা যাবে বাহু দুটির ভিতরে একই ভাবে ফিলেট হয়ে গেছে।

Screenshot (1933) Screenshot (1934) Screenshot (1935)

চ্যাম্ফারঃ

CHAMFER কমান্ডটি  বোঝার জন্য প্রথমে  polyline কমান্ড ব্যবহার করে একটি চতুর্ভুজ আকি।এবার command এ গিয়ে CHAMFER লিখে enter দেই।ড্রইং এরিয়া তে রাইট ক্লিক করলে বেশ কিছু সাব অপশন আসবে।এর মধ্যে CHAMFER করার প্রধান দুইটি মেথড হচ্ছে distance মেথড ও angle মেথড ।প্রথমে distance মেথড সম্পর্কে পরিচিত হওয়া যাক।এজন্য distance মেথড সিলেক্ট করি।এখন আমাদেরকে distance দেয়ার জন্য বলা হবে।এবার প্রথম ও দ্বিতীয় বাহু থেকে কত দূরে চ্যাম্পার করতে চাই সে distance দুইটি দিয়ে এন্টার চাপি।এবার যে যে বাহুর মধ্যে  চ্যাম্পার করতে চাই সে বাহু দুইটি সিলেক্ট করলে দেখা যাবে চ্যাম্পার  হয়ে গেছে।esc চেপে কমান্ড থেকে বেরিয়ে আসি।

Screenshot (1936) Screenshot (1937) Screenshot (1938)

এবার আসা যাক angle মেথডে।পুনরায় CHAMFER এনাবল করে মাউসের রাইট ক্লিক করি এবং সাবঅপশন থেকে angle মেথড সিলেক্ট করি।এখন আমা distance দেয়ার জন্য বলা হবে অর্থাৎ কতো দূরে চ্যাম্পার করতে চাই। distance দেয়া হয়ে গেলে  angle জানতে চাওয়া হবে যে কতো কোণে চ্যাম্পার করতে চাই।distance ও  angle দিয়ে এন্টার চাপি।এবার যে যে বাহুর মধ্যে  চ্যাম্পার করতে চাই সে বাহু দুইটি সিলেক্ট করলে দেখা যাবে চ্যাম্পার  হয়ে গেছে।

Screenshot (1939) Screenshot (1940) Screenshot (1941)

উল্লেখ্য,FILLET কমান্ডের বেলাতে multiple ,polyline কমান্ডগুলো যেভাবে কাজ করেছে CHAMFER এর ক্ষেত্রেও আমরা একই ভাবে multiple ,polyline কমান্ড কাজে লাগিয়ে খুব সহজে ড্রইং সম্পন্ন করতে পারব।

AutoCAD নিয়ে বিস্তারিত শিখতে চাইলে দেখুন: https://allitbd.com/autocad-2d-3d/

Facebook Comments

Leave a Reply