0
  Login
কীওয়ার্ড রিসার্চ এর প্রয়োজনীয়তা

কীওয়ার্ড রিসার্চ এর প্রয়োজনীয়তা

কীওয়ার্ড রিসার্চ করা কেন জরুরী?

এক কথায় বলা যায়, আপনি যেই সেবা কিংবা পণ্যের ব্যবসার জন্য ওয়েবসাইটটি তৈরি করেছেন, সেই সেবা নেয়ার সম্ভাব্য ক্রেতাকে আপনার ওয়েবসাইটে নিয়ে ­আসার একটি কৌশলই কীওয়ার্ড রিসার্চ।

উদাহরন্ দিয়ে বলা যায়, ALL IT BD একটি আইটি ট্রেনিং সেন্টার। এখন যদি আপনি সবার কাছে বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু করে তাদের কাছে এই আইটির কার্যক্রম গুলা বর্ননা করেন তাহলে অনেকেই এইখানে আসবে তাদের কোর্সগুলা করতে। কিন্ত আপনি যদি তাদের আগে থেকে না জানাতেন যে কোন কোর্সগুলা এখানে হয় তাহলে  অনেকেই এখানে এসে ফিরে চলে যেত যাতে আপনারও সময় নষ্ট তাদেরও সময় নষ্ট।

ঠিক একইভাবে শুরু থেকেই এসইও করার জন্য কীওয়ার্ড রিসার্চের মাধ্যমে সঠিক কী-ওয়ার্ডটি বাছাই করে কাজ শুরু করা উচিত। সঠিকভাবে কীওয়ার্ড রিসার্চ না করলে কিছু সমস্যাতে পড়বেন। যেমনঃ

  • প্রচুর পরিমান এসইও করেও কোন ফল না পাওয়া
  • আপনার ওয়েবসাইট হয়ত সার্চ ইঞ্জিনের প্রথম পেইজে কিন্তু তারপরও আপনার সাইটে ভিজিটর কম
  • আবার হতে পারে আপনার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর কিন্ত আপনার সাইটের প্রোডাক্টগুলো সেল হচ্ছে না পড়তে না চাইলে সর্বোচ্চ সঠিকভাবে কীওয়ার্ড রিসার্চ করা দরকার।

আর এই ধরনের সমস্যা এড়াতে সঠিকভাবে কীওয়ার্ড রিসার্চ এর প্রয়োজন।

Facebook Comments

Leave a Reply