0
  Login
অন-পেজ অপটিমাইজেশন কি? অন-পেজ অপটিমাইজেশন এর মৌলিক বিষয় ও প্রয়োজনীয়তা

অন-পেজ অপটিমাইজেশন কি? অন-পেজ অপটিমাইজেশন এর মৌলিক বিষয় ও প্রয়োজনীয়তা

আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব তা হল অন-পেজ অপটিমাইজেশন নিয়ে।

#আজকের আলোচনার মূল বিষয় গুলা হল –

১.অন-পেজ অপটিমাইজেশন  কি?

২:অন-পেজ অপটিমাইজেশন এর মৌলিক বিষয়।

৩.অন-পেজ অপটিমাইজেশন এর প্রয়োজনীয়তা।

 

 

১.অন-পেজ অপটিমাইজেশন  কি?

সাধারণত আমরা জানি সার্চ ইঞ্জিনকে ২ ভাগে ভাগ করা করা হয়।

১.অন-পেজ অপটিমাইজেশন

২.অফ-পেজ অপটিমাইজেশন

অন পেজ-অপটিমাইজেশন বলতে, ওয়েবপেজকে সার্চ ইঞ্জিনে ভাল রেজাল্ট  পাবার  জন্য ওয়েবপেজের ভিতর যে সকল অপটিমাইজেশন করা হয় তাকে অন-পেজ অপটিমাইজেশন বলে।

একটু বিশ্লেষণ করে বলতে গেলে আমাদের ওয়েবপেজে আমরা অনেক কিছু আপলোড করে থাকি যেমন :(মিউজিক ,ভিডিও ,আর্টিক্যাল ইত্যাদি )এ সকল বিষয় গুলাকে সার্চ ইঞ্জিনের উপযগী করে করে তোলাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।আমরা ওয়েব পেজ সাধারণত বিভিন্ন ট্যাগ ,ব্যাকলিংক,সুন্দর টাইটেল ইত্যাদির মাধ্যমে অন -পেজ  অপটিমাইজেশন করে থাকি।

 

২:অন-পেজ অপটিমাইজেশন এর মৌলিক বিষয়।

অন-পেজ অপটিমাইজেশন এর কিছু কিছু মৌলিক বিষয় আচে,যে গুলা জানা থাকলে আমাদের অপটিমাইজেশন করতে সুবিধা।

বিষয় গুলা নিম্নরূপ :

১।মেটা ট্যাগের ব্যবহার

২।কী-ওয়ার্ড ট্যাগের ব্যবহার

৩।টাইটেলে ট্যাগের ব্যবহার

৪।ALT ট্যাগের ব্যবহার

৫।Description ট্যাগের ব্যবহার

৬।HEADER ট্যাগের ব্যবহার

৭।কী ওয়ার্ড সমৃদ্ধ কনটেন্ট বনানো

৮।Sitemaps তৈরী করণ ইত্যাদি

উপরোক্ত বিষয় গুলা যদি আপনি ভাল ভাবে জানতে ও বুঝতে পারেন তাহলে আপনার অন-পেজ অপটিমাইজেশন করতে সুবিধা হবে।

৩.অন-পেজ অপটিমাইজেশন এর প্রয়োজনীয়তা।

অন-পেজ অপটিমাইজেশন একটি ওয়েব সাইটের অত্যন্ত গুরুত্ব পূর্ন বিষয় । কেন ওয়েবসাইটের অন -পেজ অপটিমাইজেশন করা না থাকলে সার্চ ইঞ্জিন ওই ওয়েবসাইট সম্পর্কে কেন ধরনা নিতে পারে না ফলে ওই ওয়েব সাইটি সার্চ ইঞ্জিনে তার র‌্যাংক হারিয়ে ফেলে। এই জন্য ওয়েব সাইটের র‌্যাংক ভাল রাখার জন্য অন-পেজ অপটিমাইজেশন প্রজোজনীয়তা অপরিসীম।

Facebook Comments

Leave a Reply