0
  Login
অনলাইন মার্কেটপ্লেসে ফ্রীলাঞ্চিং করে ইনকাম করতে চাইলে অবশ্যই কিছু বিষয় মাথায় রেখে শুরু করতে হবে

অনলাইন মার্কেটপ্লেসে ফ্রীলাঞ্চিং করে ইনকাম করতে চাইলে অবশ্যই কিছু বিষয় মাথায় রেখে শুরু করতে হবে

১। কোন বিষয় নিয়ে কাজ করবেন, তা ঠিক করুন। কোন ভাল ইন্সটিটিউট থেকে কিংবা এবিষয়ে দক্ষ্ কারও কাছ থেকে কাজ শিখুন। যে কোন বিষয় এর উপর ১০০ ভাগ দক্ষতা অর্জন নিশ্চিত করতে হবে।

২। যোগাযোগ এবং কাজের জন্য ইংরেজি ভাষার বিকল্প নেই, ইংরেজিতে দক্ষ হতে হবে। সবসময় চর্চার মধ্যে থাকতে হবে।

৩। যে মার্কেটপ্লেসে কাজ করতে চান, তার সম্পর্কে অবশ্যই ভালভাবে জানতে হবে। বিশেষ করে Terms & Conditions, Privacy Policy এবং New Update এগুলো সম্পর্কে সবসময় ধারণা থাকতে হবে।

৪। চেষ্টা আর পরিশ্রমের কোন বিকল্প নেই।হতাশ হওয়া যাবেনা কোন বাধাতে কিংবা কোন ব্যর্থতাতে। সকল ক্ষেত্রে ইতিবাচক থাকুন।

৫।পরিশ্রম করার মন-মানসিকতা,আন্তরিকতা,নিজ থেকে উদ্যাগী হওয়া, সময়নিষ্ঠতা,সততা,ধৈর্যশীলতা,হতাশ না হওয়া এবং আত্মবিশ্বাস এই বিষয়গুলোকে সবসময় মাথায় রাখতে হবে।

৬। কাজটি ভালোভাবে বুঝে নিন। অর্ধেক বুঝেই কাজ শুরু করে দেওয়া ঠিক না।

৭। কাজ সম্পর্কিত ইউটিউব টিউটোরিয়াল দেখতে পারেন। যারা ভালো কাজ করে তাদের অনুসরন করা যেতে পারে।

৮। যে বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ের ব্লগ এবং ফোরাম সাইটগুলো পড়তে পারেন।

৯। আন্তর্জাতিক পর্যায়ের কাজগুলো ভালভাবে মন দিয়ে দেখুন,নিজে নিজে চেষ্টা করুন। নিজেকে আন্তর্জাতিক গুণগত মানসম্পন্ন কাজ করতে সক্ষম করে তুলুন।

১০। ক্লায়েন্ট এর মেইল কিংবা ম্যাসেজ এর দ্রুত রিপ্লাই দিতে চেষ্টা করবেন। এতে আপনার সিরিয়াসনেস প্রকাশ পাবে।

Facebook Comments

Leave a Reply