যেনে নিন সোস্যাল মিডিয়ার বিভিন্ন ব্যবহার
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে খুব কম মানুষই খুজে পাওয়া যাবে যার সোশ্যাল মিডিয়াতে কোনো রকম পদচারনা নেই। স্মার্টফোন এবং ইন্টারনেটের সহজলভ্যতা সব বয়সের মানুষকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে খুব বেপকভাবে পরিচিত করে তুলেছে। যার ফলে মানুষ এখন তার কাজের ফাঁকে দীর্ঘসময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে থাকে। কি অফিস, কি রাস্তায়, আড্ডাতে বা বাসায়, সোশ্যাল মিডিয়ায় একবারের জন্য একটু ঢু না মারলে যেন মনে হয় কিছু একটা কাজ করা বাকি রয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়া বর্তমানে একটি বড় প্লার্টফর্ম হিসেবে কাজ করছে দক্ষতা, পণ্য বা সেবা প্রচারণায়। এবং এটি প্রচারণার অন্যান্য প্রথাগত মাধ্যম থেকে অনেক বেশি কার্যকর এবং সাশ্রয়ী। বর্তমানে মোটামুটি সব ব্যবসা প্রতিষ্ঠান ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পণ্য ও সেবা প্রচারণার কাজ করে থাকে যা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সবাই তাদের হোম পেজে দেখে থাকে। মজার বিষয় হচ্ছে মানুষ এখন সোশ্যাল মিডিয়ার প্রতি এত বেশি অনুগত যে তারা তাদের পছন্দের জিনিস সহজেই পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় খুঁজে থাকে। ফলে যারা ব্যবসা করেন (অনলাইন বা প্রথাগত) তারা সোশ্যাল মিডিয়াকে তাদের ব্যবসা প্রসারের মাধ্যম হিসেবে প্রথম সারিতে রাখেন। বর্তমান প্রজন্মের কাছে ফ্রিল্যান্সিং খুবই আকষণীয় একটি পেশা অর্থ উপার্জনের জন্য। ক্রমবর্ধমান বেকারত্ব, শিক্ষিত তরুণ তরুণীদের এই ফ্রিল্যান্সিং পেশায় আস্তে বেপকভাবে উৎসাহিত করছে। সোশ্যাল মিডিয়া তাদের জন্য একটি বড় আশীর্বাদ নিজেদের পেশাকে সম্প্রসারিত করার জন্য। হোক তা SEO, website design , website developing, affiliate marketing, writing বা অন্য যেকোনো কিছু। কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহারের দুর্বলতার কারনে অধিকাংশই তাদের দক্ষতাকে মানুষের কাছে তুলে ধরতে ব্যর্থ হয় এবং কাজের বিশাল সুযোগকে হারায়।
এখন আসা যাক কিভাবে আপনি স্যোশ্যাল মিডিয়াকে আপনার দক্ষতা, ব্যাবসায়িক পণ্য বা সেবা প্রসারের কাজে লাগাবেন। বর্তমানে অনেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া আছে যেমন ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অন্যান্য। এই মাধমগুলোই আমাদের কাছে খুব পরিচিত। কিন্তু এর বাহিরেও আরো অনেক জনপ্রিয় মিডিয়া আছে যা আমাদের বাংলাদেশের মানুষের কাছে পরিচিত নয় কিন্ত বিশ্বের অন্যান্য দেশের মানুষের কাছে খুবই সমাদৃত। যেমন ধরা যাক Reddit, Pinterest, tumblr এই সোশ্যাল মিডিয়াগুলো খুবই আকর্ষণীয় বিশেষ করে USA, এবং European দেশগুলোর মানুষের কাছে।তারা এইসব মাধ্যমে একটা দীর্ঘ সময় কাটায় যেখানে সুন্দর সুন্দর বিষয় পোস্ট করার মাধ্যমে একজন affiliate marketer তার website এ visitor বাড়াতে পারেন যাদের একটি বড় অংশই তার affiliate site থেকে পণ্য কিনতে আগ্রহী হয়ে উঠেতে পারেন। একই কাজ আপনি facebook, twitter বা instagram এর মাধ্যমেও সহজেই করতে পারেন। এছাড়াও কেউ যদি SEO, website development, website design, বা writing এর কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে সহজেই facebook, twitter, linkedin বা instagram এর মাধ্যমে নিজের দক্ষতাকে মানুষের কাছে তুলে ধরে অনলাইন মার্কেটপ্লেসের বাইরেও কাজ জোগাড় করতে পারেন। শুধু দরকার একটু ধৈর্য আর কৌশল অবলম্বন করা। তাড়াহুড়োর কিছু নেই, যেকোনো সাফল্যের জন্য ধৈর্যের কোনো বকল্প নেই। কাজেই সোশ্যাল মিডিয়াতে অযথা সময় নষ্ট না করে তাকে উপার্জনের মাধ্যম করুন এবং নিজের দক্ষতা ও ব্যবসাকে সমৃদ্ধ করুন।