0
  Login
প্রথমে জানতে হবে ফেসবুকের “বুস্ট পোস্ট” বিষয়টি কি?

প্রথমে জানতে হবে ফেসবুকের “বুস্ট পোস্ট” বিষয়টি কি?

ফেসবুক পেজে একটি পোস্ট করার পরে ঠিক নিচের দিকে একটি সবুজ বাটন খেয়াল করা যায়। যেখানে লেখা থাকে বুস্ট পোস্ট।

এই বুস্ট পোস্ট বাটনে ক্লিক করলে কিছু লিমিটেড টার্গেটিং অপশন থাকে যেগুলো সিলেক্ট করার মাধ্যমে পোস্টটি বুস্ট করা সম্ভব।

বুস্ট পোস্ট যে লিমিটেড সংখ্যক অপশনগুলো আপনাকে দেয় তার একটি ছবি নিচে দেওয়া হল।

আপনি যদি চান আপনার পোস্টটি খুব সহজে বুস্ট করতে এবং কিছু সাধারণ টার্গেটিং অপশন,  যেমন বয়স ভিত্তিক টার্গেটিং, লোকেশন ভিত্তিক টার্গেটিং ও কিছু সাধারন ইন্টারেস্ট টার্গেটিং সিলেক্ট করে তারপর বাজেট এবং টাইম নির্ধারণ করে বুস্ট করতে, তবে এটি সব থেকে সহজ পদ্ধতি।

প্রচলিত যে ভুল:

অনেকেই বলেন – বুস্ট পোস্ট কোন কাজে দেয় না। এটি দ্বারা রিচ হয় না, কাস্টমার এঙ্গেজ হয় না – এ ধরনের তথ্য সম্পূর্ণ ভুল।

বুস্ট পোষ্ট দ্বারাও কাস্টমার এঙ্গেজ করা যায়কিন্তু এখানে যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছেসীমিত উপায়ে

বুস্ট পোস্ট শুধু মাত্র আপনাকে ‘এনগেজমেন্ট’ এনে দেবে – আপনি প্রচুর লাইক বা কমেন্ট পাবেন আপনার পোস্টে। কিছু মেসেজও আপনি পাবেন।

বিজনেসের প্রথম দিকে মানুষকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানানোর জন্য “বুস্ট পোস্ট” বেশ ভালো।

কিন্তু যখন আপনি সেল করতে চাইবেন তখন আর বুস্ট পোস্ট আপনার কাঙ্খিত রেজাল্ট এনে দিতে পারবে না।

ফেসবুকের সমস্ত টার্গেটিং অপশন আপনি এখানে পাবেন না। ফলে আপনি সম্ভাব্য কাস্টমারদের স্বল্প খরচে রিচ করতে পারবেন না।

Facebook Comments

Leave a Reply