0
  Login
ইকমার্স বিজনেসে সেলস বাড়াতে ব্র্যান্ডিং কেন জরুরী?

ইকমার্স বিজনেসে সেলস বাড়াতে ব্র্যান্ডিং কেন জরুরী?

ব্যবসা ক্ষেত্রে খুব পরিচিত একটি শব্দ “ব্র্যান্ডিং” – হোক সে অফলাইন বা অনলাইন ব্যবসা। প্রতিযোগিতার দৌড়ে ব্র্যান্ডিং ই পারে আপনার প্রোডাক্টকে বাকি সবার থেকে আলাদা করে কাস্টমারদের পছন্দের শীর্ষে তুলে নিয়ে আসতে।

ধরুন, গ্রীষ্মের প্রখর খরতাপে কিছুটা স্বস্তি পেতে আপনি একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকলেন – উদ্দেশ্য পান করার জন্য একটি কোমল পানীয় কেনা। দোকানের ফ্রীজে থাকা হরেক রকমের কোমল পানীয়ের মাঝে আপনি বেছে নিলেন কোকা-কোলা। বলুন তো, কেন আপনি কোকা-কোলাকেই বেছে নিলেন? উত্তরটা সহজ – তা হল ব্র্যান্ডিং ।

ব্র্যান্ডিং নিয়ে একটি গল্প বলি । Heinz এর নাম শুনেছেন নিশ্চয়? সারা বিশ্বেই Heinz টমেটো সস আর বেকড বিনের খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড।

Leave a Reply